হাওজা নিউজ এজেন্সি পার্সটুডের বরাতে জানিয়েছে, গতকাল বুধবার (১৫ জানুয়ারি) রাতে এক বক্তব্যে হামাসের ডেপুটি পলিটব্যুরো প্রধান খলিল আল-হাইয়্যা ইরান ও প্রতিরোধ সংগঠনগুলোর প্রতি এ কৃতজ্ঞতা জানান।
তিনি ইসলামি প্রজাতন্ত্র ইরান, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের সশস্ত্র বাহিনী ও ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের বিশেষভাবে ধন্যবাদ জানান।
তিনি পবিত্র নগরী জেরুজালেম আল-কুদস মুক্ত করার সংগ্রামে শহীদ হিজবুল্লাহর শত শত যোদ্ধা, নেতা ও কমান্ডার বিশেষ করে হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
খলিল আল-হাইয়্যা জর্দান নদীর পশ্চিম তীরের ফিলিস্তিনি যোদ্ধাদের বিশেষ করে জেনিন ব্রিডেগকে ধন্যবাদ জানান। এছাড়া, জেরুজালেম আল-কুদসের ভেতরে, এমনকি ইহুদিবাদী ইসরায়েলের অভ্যন্তরে, বিভিন্ন স্থানে অভিযান পরিচালনাকারীদেরও ধন্যবাদ জানান।
হামাসের এই নেতা ২০২৩ সালের ৭ অক্টোবর গাজার প্রতিরোধ যোদ্ধাদের পক্ষ থেকে পরিচালিত আল-আকসা তুফান অভিযানের ভূয়সী প্রশংসা করে বলেন, ওই অভিযান ইহুদিবাদী ইসরায়েলের জন্য ঐতিহাসিক বিপর্যয় বয়ে এনেছিল।
তিনি ওই অভিযানকে ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত করার সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ বলে মন্তব্য করেন। তিনি বলেন, সেদিন থেকে এখন পর্যন্ত প্রতিরোধ যোদ্ধারা কখনোই নিজেদের দুর্বলতা প্রকাশ করেননি কিংবা দমে যাননি।
প্রতিরোধ যোদ্ধারা গত ১৫ মাসে যে অসম লড়াই চালিয়েছেন তা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন বলে মন্তব্য করেন খলিল আল-হাইয়্যা। তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েল আরেকবার প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করতে আসলে কয়েকবার ভাবতে বাধ্য হবে।
আপনার কমেন্ট